Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
প্রথম পর্বে ভর্তি সংক্রান্ত নোটিশ
বিস্তারিত

প্রথম পর্বে ভর্তি সংক্রান্ত  নোটিশঃ-

*****************************

এতদ্বারা ফ্যাশন ডিজাইন ট্রেনিং ইনস্টিটিউট নরসিংদীতে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ডিপ্লোমা-ইন-টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং( ফ্যাশন ডিজাইন -১৬)শিক্ষাক্রমে ১ম পর্ব ভর্তিচ্ছুক ছাত্র/ ছাত্রীদেরকে জানানো যাচ্ছে যে, ভর্তির জন্য  নিম্নোক্ত কাগজপত্র সমূহ প্রতিষ্ঠানে জমা দিতে হবে।


০১। এসএসসি পরীক্ষার মূল মার্কশিট, 

০২। পাসপোর্ট সাইজের ৩ কপি  রঙিন ছবি,

০৩। প্রশংসা পত্রের মূল কপি বা ফটোকপি,

০৪। বাবা-মায়ের NID কার্ডের ফটোকপি,

০৫। আবেদন কনফার্ম করার কপি,

০৬। ডিজিটাল জন্ম নিবন্ধনের ফটোকপি,

০৭। ভর্তির জন্য নির্ধারিত পূরণকৃত ফর্ম (প্রতিষ্ঠান হতে  সরবরাহ করা হবে),

০৮। প্রথম পর্যায়ে ভর্তি ফি সর্বমোট= ৫৯০০/- টাকা।


ভর্তির সময় আবশ্যিকভাবে বাব-মা কিংবা বৈধ অভিভাবককে সংগে নিয়ে আসতে হবে।


অনুরোধক্রমেঃ

একাডেমিক কো-অর্ডিনেটর

এফডিটিআই;নরসিংদী।

(প্রয়োজনে:০১৭২৪৮৯০০৫৯)।

ডাউনলোড
প্রকাশের তারিখ
11/08/2024
আর্কাইভ তারিখ
05/09/2024