Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে ফ্যাশন ডিজাইন ট্রেনিং ইনস্টিটিউট, নরসিংদী

 ফ্যাশন ডিজাইন ট্রেনিং ইনস্টিটিউট

বাংলাদেশ তাঁত বোর্ড

সাহেপ্রতাব, নরসিংদী

fdti.narsingdi.gov.bd


পরিচিতি


তাঁত শিল্প সর্ববৃহৎ কুঠির শিল্প। এ শিল্প হতে উৎপাদিত বস্ত্র দেশের চাহিদার প্রায় 28 ভাগ পূরণ করে থাকে। এই তাঁত শিল্পের সাথে তাঁতসহ প্রত্যক্ষভাবে প্রায় 9.00 লক্ষ জনবল নিয়োজিত রয়েছে। বাংলাদেশ সরকার তাঁতিদের ভাগ্যন্নোয়নের লক্ষ্যে তথা সমগ্র বাংলাদেশে তাঁত শিল্পের সামগ্রীক উন্নয়নের জন্য ১৯৭৭ সালের ৩১শে ডিসেম্বর এক অধ্যাদেশ বলে বাংলাদেশ তাঁত বোর্ড গঠন করেন। তাঁত শিল্পের ঐতিহ্য সমুন্নত রাখতে এবং পরিবর্তনশীল বিশ্ব বাজারের সাথে তাল মিলিয়ে চলতে হলে তাঁত শিল্পকে এগিয়ে নিয়ে যেতে হবে। তাই তাঁত শিল্পের আধুনিকীকরন গবেষণা প্রশিক্ষণ ও সম্প্রসারণ প্রয়োজন। তাঁত শিল্পের অধিক উৎপাদন, কাপড়ের গুনগত মানোন্নয়ন, দক্ষ তাঁতি তৈরী ও তাঁতিদের বিভিন্ন প্রকারের সহায়তা প্রদানের মাধ্যমে অভীষ্ঠ লক্ষ্যে পৌঁছানো তাঁত বোর্ড এর একটি অব্যাহত প্রচেষ্টা।


 তাঁত বোর্ডের ভিশন মোতাবেক শক্তিশালী তাঁত খাত সৃষ্টির লক্ষ্যে এর মিশন অনুযায়ী তাঁত শিল্পীদের এবং তাঁত পেশায় আগ্রহীসহ নতুন উদ্যোক্তাসহ তাঁতিদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি পরবর্তী বাজারের চাহিদার প্রেক্ষিতে ভোক্তার পছন্দ মোতাবেক নতুন নতুন ডিজাইন উদ্ভাবন ও তার প্রয়োগের নিমিত্ত ‘‘তাঁত বস্ত্রের উন্নয়নে ফ্যাশন ডিজাইন ট্রেনিং ইনস্টিটিউট শীর্ষক প্রকল্পটি বাস্তবায়ন করা হয়। প্রকল্পটি বিগত জুন, 2017 এ উন্নয়ন কার্যক্রম সমাপ্ত হয়। 01 নভেম্বর, 2018 খ্রিঃ বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিষ্ঠানটি উদ্বোধন করেন।

 

ফ্যাশন ডিজাইন ট্রেনিং ইনস্টিটিউটের প্রয়োজনীয়তা

 

বাংলাদেশ তাঁত বস্ত্রের দীর্ঘদীনের ঐতিহ্য রয়েছে।  তবে অধিকাংশ প্রান্তিক তাঁতিদের প্রস্তুতকৃত তাঁত বস্ত্র দেশের এবং বিদেশের বর্তমান বাজারের ভোক্তাদের পছন্দসই ডিজাইন এবং গুণগতমান অনুযায়ী প্রস্তুত না হওয়ায় এ সকল তাঁতিরা তাদের প্রস্তুতকৃত তাঁত বস্ত্রের উপযুক্ত মূল্য পাচ্ছে না এবং অপেক্ষাকৃত ধনী তাঁতিদের পাওয়ার লুমের মাধ্যমে প্রস্তুতকৃত তাঁত বস্ত্রের কাছে তারা প্রতিযোগিতায় টিকতে পারছে না। বর্তমান বাজারের ভোক্তাদের চাহিদা অনুযায়ী তাঁত বস্ত্র প্রস্তুত করণ তথা আর্থিক অবস্থার উন্নয়নসহ বাংলাদেশের তাঁত বস্ত্রের ঐতিহাসিক ঐতিহ্য সমুন্নত রাখার স্বার্থে বাংলাদেশ তাঁত বোর্ড কর্তৃক বাস্তবায়নাধীন অত্র প্রকল্পটি যথেষ্ট ভূমিকা রেখে চলছে। উক্ত প্রকল্পটি বাংলাদেশ সরকার কর্তৃক গ্রহীত ভিশন 2041 বাস্তবায়ন ও স্মার্ট বাংলাদেশ বিনির্মানে বিশেষ ভূমিকা রাখবে। এছাড়াও 4র্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় স্মার্ট তাঁতি সম্প্রদায় গঠনে অত্র প্রতিষ্ঠানটি বিশেষ অবদান রেখে চলছে।

ফ্যাশন ডিজাইন ট্রেনিং ইনস্টিটিউটনরসিংদী জনবল


ক্রমিক নং

পদের নাম

পদের সংখ্যা

শূন্য পদ

মন্তব্য

1.

অধ্যক্ষ

1



2.

সিনিয়র ইনস্ট্রাক্টর

2

2


3.

ইনস্ট্রাক্টর

3



4.

ডিজাইনার

1



5.

হিসাব সহকারী

1



6

টেকনিশিয়ান

3



7.

মাস্টার ডায়ার

1



8.

ক্রাফটসম্যান

1



9.

দক্ষ তাঁতি

1




কার্যাবলী সমূহ


নরসিংদীস্থ ফ্যাশন ডিজাইন ট্রেনিং ইনস্টিটিউটের তাঁতি সম্প্রদায় তথা বেকার যুবক সমাজের পেশা ভিত্তিক কর্মসংস্থানের একটি কারিগরি প্রশিক্ষণ প্রতিষ্ঠান। প্রতিষ্ঠাকাল হতেই হস্তচালিত তাঁত শিল্পের উপর প্রাথমিক পর্যায়ের কারিগরী প্রশিক্ষন প্রদান করে যাচ্ছে।

(প্রশিক্ষণ কার্যক্রমঃ নরসিংদী একটি তাঁত অধ্যূষিত জেলা। নরসিংদীর আশেপাশে প্রায় 50,000 তাঁত রয়েছে। বাংলাদেশের বৃহৎ কাপড়ের হাট ‘‘বাবুর হাট’’ অবস্থিত। তাঁত বোর্ডের ভিশন মোতাবেক শক্তিশালী তাঁত খাত সৃষ্টির লক্ষ্যে এর মিশন অনুযায়ী তাঁত শিল্পীদের এবং তাঁত পেশায় আগ্রহীসহ নতুন উদ্যোক্তাসহ তাঁতিদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি পরবর্তী বাজারের চাহিদার প্রেক্ষিতে ভোক্তার পছন্দ মোতাবেক নতুন নতুন ডিজাইন উদ্ভাবন ও তার প্রয়োগের নিমিত্তে 2023-24 অর্থ বছর হতে প্রশিক্ষণ কার্যক্রম চলমান রয়েছে।

প্রশিক্ষণ কোর্স সমূহঃ

                1. ফ্যাশন ডিজাইন এন্ড প্যার্টান মেকিং

2. বস্ত্র বয়ন

3. টেকসই ও পরিবেশ বান্ধব সুতা/কাপড় রং করণ

4. টাই এন্ড ডাই

5. স্ক্রীন প্রিন্টিং

6. ব্লক ও বাটিক প্রিন্টিং

ক্রঃ নং

অর্থ বছর

প্রশিক্ষণ কোর্সের নাম

স্থান

কোর্সের মেয়াদ

প্রশিক্ষণার্থীর সংখ্যা

মোট প্রশিক্ষণার্থীর সংখ্যা

মন্তব্য

পুরুষ

মহিলা

1.

2023-24

ফ্যাশন ডিজাইন এন্ড প্যাটার্ন মেকিং

ফ্যাশন ডিজাইন ট্রেনিং ইনস্টিটিউট, সাহেপ্রতাব, নরসিংদী

07 (সাত) কার্যদিবস

01 (এক) জন

16 (ষোল) জন

17 (সতেরো) জন

-

2.

2023-24

ফ্যাশন ডিজাইন এন্ড প্যাটার্ন মেকিং

ফ্যাশন ডিজাইন ট্রেনিং ইনস্টিটিউট, সাহেপ্রতাব, নরসিংদী

07 (সাত) কার্যদিবস

04 (চার) জন

19 (ঊনিশ) জন

23 (তেইশ) জন



প্রশিক্ষনার্থীদের যোগ্যতাঃ কমপক্ষে ৮ম শ্রেণী পাশ তাঁত শিল্পের সাথে জড়িত ব্যক্তিগণ যেমন- তাঁতি, তাঁত ফ্যাক্টরীর মালিকগণ এবং কারিগরী প্রশিক্ষণ গ্রহণে ইচ্ছুক তাঁতি সম্প্রদায় ভুক্ত বেকার যুবক যুবতীগণ এই প্রশিক্ষণে অংশ গ্রহণ করে থাকেন।



(একাডেমিক কার্যক্রমঃ প্রশিক্ষণ কার্যক্রমের পাশাপাশি চাহিদার প্রেক্ষিতে ফ্যাশন ডিজাইন ট্রেনিং ইনস্টিটিউট, নরসিংদীতে শিক্ষাকার্যক্রম চলমান আছে। 06 ডিসেম্বর, 2021 খ্রিঃ তারিখে এটি কারিগরি শিক্ষা বোর্ডের অনুমোদন লাভ করে এবং জানুয়ারি 2022 এ শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু করে।

ক্রঃ নং

শিক্ষাক্রমের নাম

শিক্ষাক্রমের মেয়াদ

শিক্ষাক্রমের লক্ষ্যমাত্রা

সেশন

চলতি পর্ব ও ছাত্র/ছাত্রীর সংখ্যা

মন্তব্য

01.

ডিপ্লোমা-ইন-ফ্যাশন ডিজাইন

04 বৎসর

50 জন

2021-22

34 জন

-

04 বৎসর

50 জন

2022-23

29 জন

04 বৎসর

50 জন

2023-24

32 জন


একাডেমিক শিক্ষার্থীদের যোগ্যতাঃ বাংলাদেশ কারিগরী শিক্ষা বোর্ড এর নীতিমালা অনুযায়ী (ডিপ্লোমা ইন-ফ্যাশন ডিজাইন)।

 একাডেমিক শিক্ষা পদ্ধতিঃ- বাকাশিবো এর কারিকুলাম অনুযায়ী পরিচালিত হয়।

প্রতিষ্ঠানের অবকাঠামো

 

ফ্যাশন ডিজাইন ট্রেনিং ইনস্টিটিউটঃ

১। জমির পরিমান

১ টি

২। তিন তলা প্রশাসনিক ভবন

১ টি

৩। তিন তলা ডরমেটরী (পুরুষ)

১ টি

৪। মহিলা হোস্টেল

১ টি

5। শেড ঘর

১ টি

6। গাড়ির গ্যারেজ

১ টি

                                                                                                                                          *****সমাপ্ত*****